যে ওষুধটি কাজে লাগতো এতদিন কুকুরের চিকিৎসায় তাই এখন শিশুদের চিকিৎসায় বেশ কার্যকরভাবে কাজ করছে। বিজ্ঞানীরা তাঞ্জানিয়ার স্কুলছাত্রদের একই ওষুধ খাইয়ে দেখেছেন প্রচলিত ওষুধের চেয়ে কুকুরের ওষুধই অনেক বেশি কার্যকর৷ ওষুধটি অবশ্য খুব শীঘ্রই শিশুদের খাওয়ানো যাবে না৷ কোনো দেশে অন্য প্রাণীর জন্য তৈরি করা ওষুধ মানুষকে খাওয়ানোর আগে সরকারি অনুমতির প্রয়োজন হয়৷ তাঞ্জানিয়ার পেম্বা শহরের স্কুলছাত্রদের কুকুরের যে ওষুধটি খাইয়ে তাক লাগানো সাফল্য পাওয়া গেছে সেটাও এখনই দেশে দেশে মানুষের জন্য বিক্রি শুরু...

